ঢাকা, শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে ফুলবাড়ি দিবস উপলক্ষে সমাবেশ ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে ২৬ আগস্ট ফুলবাড়ি দিবস পালিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার শহরের চৌরাস্তায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তেল-গ্যাস রক্ষার জাতীয় কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক রেজওয়ানুল হক রিজুর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, জেলা সিপিবির সহ সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য এ্যাড. ইমরান, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সদর উপজেলার ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, সদস্য সচিব মাহবুব আলম রুবেল, বাংলাদেশ বিপ্লবী গণতান্ত্রিক পার্টির জেলা সমন্বয়ক মমিনুল হক বিশাল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দীক প্রমুখ। পরে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহিদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

x