একই ব্যক্তির অনুকূল দুটি ভুয়া ওয়ারিশ সনদ প্রদানের অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ মাহমুদকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) এ সংক্রান্ত চিঠি জেলা প্রশাসনের কাছে এসে পৌছায়।
জানা গেছে, আবেদ আলী নামে একজনকে দুটি পৃথক ওয়ারিশ সনদ প্রদান করা হয়। একটিতে ওয়ারিশের প্রকৃত সংখ্যা থাকলেও অপরটিতে ছিল না। বিষয়টি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানান।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, একই ব্যক্তির পক্ষে আলাদা দুটি ওয়ারিশ সনদ প্রদানের ঘটনা প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে অদুদ মাহমুদ জানান, দ্বিতীয় ওয়ারিশ সনদে তিনি স্বাক্ষর প্রধান করেননি। সেটা জালিয়াতি করা হয়েছে।
Leave a Reply