ঢাকা, মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩, ০৮:৫৭ পূর্বাহ্ন
অর্থমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান নিয়োগ দিয়েছে তালেবান : রয়টার্স
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আফগানিস্তানে নতুন অর্থমন্ত্রী, গোয়েন্দাপ্রধান ও ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছে তালেবান।

আফগানিস্তানের বৃহত্তম বেসরকারি সংবাদমাধ্যম পাঝওক-এর বরাত দিয়ে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অর্থমন্ত্রী হতে পারেন গুল আগা আর ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন সদর ইবরাহিম। আর গোয়েন্দাপ্রধান হতে পারেন তালেবান নেতা নাজিবুল্লাহ।

এ ছাড়া কাবুলের প্রাদেশিক গভর্নর হিসেবে দায়িত্ব পেতে পারেন মোল্লাহ শিরিন এবং রাজধানী শহর কাবুলের মেয়র হতে পারেন হামদুল্লাহ নোমানি।

গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের দখল নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান। এর কয়েকদিন পরই কাতার থেকে আফগানিস্তানে আসেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক শাখার প্রধান মোল্লা বারাদার আখুন্দ। নতুন সরকার গঠনের লক্ষ্যেই তিনি কাতারের দোহা থেকে আফগানিস্তানে এসেছেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published.

x