ঢাকা, বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
খালেদা জিয়াকে দেখতে গুলশানের বাসভবনে যাবেন  চিকিৎসকরা
Reporter Name

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করবেন চিকিৎসকরা।  সোমবার বিকাল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে চিকিৎসকদের প্রতিনিধিদল খালেদা জিয়াকে দেখতে তার গুলশানের বাসভবনে যাবেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে খালেদা জিয়া ‘ফিরোজা’-তে ওঠার পর প্রায় প্রতিদিনই চিকিৎসকদের এই প্রতিনিধিদল খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, ৭৫ বছর বয়স্ক খালেদা জিয়া করোনা আক্রান্ত। এই খবরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।

x