ঢাকা, বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
বিরামপুরে কোভিড-১৯ পল্লী উদ্যোক্তা প্রণোদনা ঋণ বিতরণ
মিজানুর রহমান মিজান,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

ভয়াবহ কোভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ অর্থনীতি পূরুদ্ধারে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের আওতায় বিআরডিবির পল্লী উদ্যোক্তা প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ আগষ্ট) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী পরিমল কুমার সরকার কোভিড-১৯ ক্ষতিগ্রস্থ ছয় জনের মাঝে সাড়ে ষোল লাখ টাকার প্রণোদনা ঋণ বিতরণ করেন ।

পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম জানান, করোনায় অর্থনৈতিক ভাবে ক্ষতি গ্রস্থদেরকে পূরুদ্ধারে প্রতি তিন জনকে আড়াই লাখ, এক জনকে পাঁচ লাখ এবং দুই জনকে দুই লাখ টাকা করে মোট সাড়ে  ষোল লাখ টাকা বিতরণ করা হয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু , ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, সাংবাদিকবৃন্দ ও ঋণ গ্রহিতাগণ প্রমুখ।

x