সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯নং ব্রিজ এলাকায় র্যাবের অভিযানে ১ কেজি হেরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
শনিবার (২১ আগষ্ট )রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল তাড়াশ থানাধীন ঢাকা রাজশাহী হাইওয়ে রোডে ৯ নং ব্রিজের উপরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি হেরোইন সহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় তাদের নিকট থেকে ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃত আসামিরা হলেন রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের মৃত. জব্বার মোল্লার ছেলে মোঃ আলতাফ মোল্লা (৪০) ও আব্দুস সোবাহান মন্ডলের ছেলে মোঃ জয়নাল (৩৬)।
রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র্যাব।
এ ঘটনায় মামলা দায়েরের পর সংশ্লিস্ট তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply