ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন
বিরামপুরে ৫৩৫ লিটার চোলাইমদসহ বাসন্তী টুডু আটক
মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর)

দিনাজপুর জেলার বিরামপুরে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৩৫ লিটার চোলাইমদ, ৯০ লিটার চোলাইমদ তৈরীর উপকরণ ওয়াশসহ বাসন্তী টুডু (৩৮) নামে এক আদিবাসী মহিলাকে আটক করেছে।

মামলা সুত্রে জানা যায়, শুক্রবার (২০ আগষ্ট) দিবাগত রাত সাড়ে নয়টায় বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এসআই শাহাজান সিরাজের নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স বিরামপুর উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নের রাণীনগর আদিবাসী পাড়ায় মাদক বিরোধী অভিযান চালান। এসময় আদিবাসী বাসন্তী টুড়ু(৩৮) এর বসতবাড়ি থেকে ৫৩৫ লিটার চোলাইমদ, ৯০ লিটার চোলাইমদ তৈরীর উপকরণ ওয়াশ জব্দ পূর্বক আদিবাসী বাসন্তী টুডু (৩৮) কে আটক করে।

গ্রেফতারকৃত, বাসন্তী টুডু (৩৮) বিরামপুর উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নের রাণীনগর (উত্তরপাড়া) গ্রামের ইসমাইল মুর্রমু’র স্ত্রী ও গনেশ টুডু’র মেয়ে।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এই ঘটনায় বিরামপুর থানায় ৩৬(১) এর ২৪(গ)/৩৭, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ইং ধারায় মামলা হয়েছে। মামলা নং-১৯/২৯৫, তাং ২১/০৮/২০২১।

আটককৃত আসামীকে শনিবার (২১ আগষ্ট) দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x