ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
মেলবোর্নে লকডাউনবিরোধী বিক্ষোভ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শনিবার লকডাউনবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা স্লোগান দেওয়ার সময় পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে মরিচের গুড়া ছিঁটিয়েছে পুলিশ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, নতুন করে ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার জেরে ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এরপর মেলবোর্নে লকডাউনবিরোধী বিক্ষোভ হয়েছে।

আল-জাজিরা বলছে, লকডাউনবিরোধী বিক্ষোভ ঠেকাতে সাত শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে মেলবোর্নে।

ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ বলছে, ভিক্টোরিয়া রাজ্যে যে কোনো রকমের জমায়েত আগে থেকেই নিষিদ্ধ আছে। লকডাউনবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ছয়টি আইন লঙ্ঘন করায় নোটিশ জারি করা হয়েছে।

x