জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক মহাসচিব ও স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার এর ২২তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে উদযাপন করেছে সরিষাবাড়ী উপজেলা বিএনপি।
শুক্রবার (২০ আগস্ট) সকালে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মরহুমের নিজ গ্রাম মূলবাড়িতে স্বাস্থ্যবিধি মেনে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে কবর জিয়ারত ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।এ সময় উপস্হিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আঃ আওয়াল, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব সোলায়মান কবীর চপল প্রমুখ। এ ছাড়াও উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচীর মধ্যে আরো ছিল কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে জাতীয়পতাকা উত্তোলন, শোক র্যালী, স্মরণ সভা, কাঙ্গালী ভোজ, উপজেলার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া ও মিলাদ মাহফিল ও মুছুল্লী ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
Leave a Reply