ঢাকা, রবিবার ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
বিরামপুরে ইভটিজিং ও মাদক সেবনের অপরাধে দুই জনের কারাদন্ড
মিজানুর রহমান মিজান, বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বিরামপুরে ইভটিজিং ও প্রকাশ্যে মাদকদ্রব্য সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ইভটিজার ওবায়দুল (১৯) কে এক মাস ও মাদক সেবী জাবেদ(২৫) কে তিন মাসের বিনাশ্রম দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট

পরিমল কুমার সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ১৯ আগষ্ট) সন্ধ্যায়  উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট

পরিমল কুমার সরকার ইভটিজিং এর অভিযোগে ওবায়দুল মিয়া(১৯) কে গ্রেপ্তার করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান।একই সময়ে পৌর শহরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পৌর শহরের পূর্বজগ্ননাথপুর এলাকা থেকে প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় জাবেদ (২৫) এক মাদকসেবীকে হাতে-নাতে গ্রেপ্তার করে ঘটনাস্থলেই তিন মাসেব বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট

পরিমল কুমার সরকার।

দন্ডপ্রাপ্তরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার বড়ফলিয়া গ্রামের সাজু মিয়ার ছেলে ওবায়দুল মিয়া (১৯), বিরামপুর পৌর শহরের ৩নং ওয়ার্ডের পূর্ব্জগন্নাথপুর মহল্লার মজিবর রহমানের ছেলে জাবেদ (২৫)।

ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন, বিরামপুর থানার এসআই নুর আলম সিদ্দীক ও  এসআই শাহজাহান সিরাজ সহ সর্ঙ্গীয় ফোর্স।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, দন্ডপ্রাপ্তদের শুক্রবার (২০ আগষ্ট) দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান, ইভটিজিং এর অভিযোগে এক ইভটিজারকে এক মাসের ও  মাদক বিরোধী অভিযানে  চালিয়ে এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। তিনি আরো জানান, বিরামপুর উপজেলাকে মাদকমুক্ত করতে  ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

x