ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
বগুড়ায় ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বগুড়ার তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। একই কলেজের ১০০টি অ্যান্টিজেন পরীক্ষায় ১০ জন শনাক্ত হন। এছাড়া, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত হন সাতজন।

ডেপুটি সিভিল সার্জন আরও জানান, নতুন করে আক্রান্ত ৫৮ জনের মধ্যে ৪০ জন সদরে, সাতজন শাজাহানপুরে, চারজন দুপচাঁচিয়ায়, সোনাতলা, শিবগঞ্জ ও নন্দীগ্রামে দুজন করে এবং শেরপুরে একজন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৩৬। আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৪৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ১৩৫ জন।

2 responses to “বগুড়ায় ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু”

  1. LqthasHT says:

    An industry alternative proposal will not close this safety gap buy finasteride 5mg online

  2. iqhQtm says:

    best price cialis Inhaled furosemide demonstrated a statistically significant treatment effect that reached the accepted level for the minimally important clinical difference MCID for AH but not for WE 33

Leave a Reply

Your email address will not be published.

x