ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন
জামালপুরে সর্বশেষ করোনা পরিস্থিতি 
এ,এস,পলাশ, জামালপুর
জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষায় ১২ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ৫ টি নমুনা পরীক্ষায় ১ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ৫৪ টি নমুনা পরীক্ষায় ৪ জন অর্থাৎ মোট ১৪১ টি নমুনা পরীক্ষায় আরও মোট ১৭ জন (জামালপুর সদর- ৭ জন, মেলান্দহ- ২ জন, ইসলামপুর- ২ জন, সরিষাবাড়ী- ১ জন ও দেওয়ানগঞ্জ- ৫ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ৪৮৭০ জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর- দেওরপাড় চন্দ্রা ২ জন, শেখেরভিটা ২ জন, কালীবাড়ী, পাথালিয়া ও মিয়াপাড়া।
মেলান্দহ- মেলান্দহ ২ জন।
ইসলামপুর- বেনুয়ার চর ও ইসলামপুর।
সরিষাবাড়ী- কাষ্টশিংগা।
দেওয়ানগঞ্জ- দেওয়ানগঞ্জ ২ জন, কলকিহারা, খড়মা ও মুরাদাবাদ।
সর্বশেষ সুস্থ ৪১ জন (জামালপুর সদর- ১৭ জন, মেলান্দহ- ২ জন, মাদারগঞ্জ- ৩ জন, ইসলামপুর- ১ জন, সরিষাবাড়ী- ৮ জন, দেওয়ানগঞ্জ- ৮ জন ও বকশীগঞ্জ- ২ জন)।
সর্বমোট সুস্থ ৪৪৬১ জন।
সর্বশেষ মৃত্যু ০ জন।
সর্বমোট মৃত্যু ৯১ জন।
সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ৪১ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ- ৭৯ টি।
সর্বমোট নমুনা সংগ্রহ- ৩৫৫২৬ টি।
সর্বশেষ নমুনা পরীক্ষা- ১৪১ টি।
সর্বমোট নমুনা পরীক্ষা- ৩৫৫২০ টি।
নমুনা পরীক্ষা পেন্ডিং- ৬ টি।

Leave a Reply

Your email address will not be published.

x