ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
যশোরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
আনোয়ার হোসেন, যশোর থেকে
বিনম্র শ্রদ্ধার সাথে যথাযথ মর্যাদায় যশোর জাতীয় শোক দিবস পালিত হয়েছে। স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দিবসটি পালন করে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়েছে।
গভীর শ্রদ্ধার সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল১৫ই আগষ্টস রোববার সকাল থেকেই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও প্রশাসনের করমকর্তা ব্যক্তিবগ্য শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করতে সমবেত হন। শ্রদ্ধা ও আবেগের পুষ্পাঞ্জলিতে ভরে ওঠে ম্যুরাল। সরকারি নির্দেশনা অনুসারে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকালে পদ যাত্রা সহকারে  ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এর
নেতৃত্বে জেলা প্রশাসন, ভারপ্রাপ্ত পুলিশসুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ প্রশাসন, মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশের নেতৃত্বে পৌরসভা, উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেনের পক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক যশোর-৬ আসনের এমপি শাহীন চাকলাদার, যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের পক্ষে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ফুলেল শ্রদ্ধা জানায়।

এছাড়া, পুষ্পস্তবক অর্পণ করে জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, ইজিবাইক শ্রমিকলীগ, মৎস্যজীবী লীগ, জেলা কৃষকলীগ, যুব শ্রমিক লীগ, জেলা যুব মহিলা লীগ, সংবাদপত্র পরিষদ, প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, সিভিল সার্জনের কার্যালয়, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বিএমএ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, যশোর ডাক বিভাগ, শিক্ষাবোর্ড, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, পল্লী উন্নয়ন বোর্ড, রেলওয়ে প্রকৌশল বিভাগ, সদর উপজেলা কৃষি অফিস, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ, মহিলা বিষয়ক অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সামাজিক বনাঞ্চল ও বন বিভাগ, গণপূর্ত সার্কেল ও বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, বিসিক, পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, ওজোপাডিকো, সরকারি গণগ্রন্থাগার, জেলা পরিসংখ্যান অফিস, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিটিসিএল, কেন্দ্রীয় কারাগার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অফিস, শিল্পকলা
একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা ক্রীড়া সংস্থা, প্রসিকিউশন ইউনিট, যশোর ইনস্টিটিউট, বাঁচতে শেখা, জয়তী সোসাইটি, আইইবি যশোর কেন্দ্র, এফপিএবি, এডাব, এনজিও ফাউন্ডেশন, আরডিআরএস, যশোর মেডিকেল কলেজ, হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, সরকারি এমএম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, উপশহর কলেজ, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর কলেজ, শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল ও কলেজ, আঞ্জুমানারা একাডেমি, কালেক্টরেট স্কুল, আদর্শ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ, পিটিআই, মুসলিম একাডেমি, মডেল পলিটেকনিক ইনস্টিটিউট, সম্মিলনী ইনস্টিটিউশন, টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট কলেজ, নিউটাউন বালিকা উচ্চ বিদ্যালয়, জিলা স্কুল, সেক্রেড হার্ট স্কুল, যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, সেবাসংঘ উচ্চ বালিকা বিদ্যালয়, গার্লস গাইড এসোসিয়েশন, আব্দুল গফুর একাডেমি, এসএম সুলতান ফাইন আর্ট কলেজ, মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১, সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ খুলনা বিভাগীয় কমিটি, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস, রূপালী ব্যাংক, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম যশোর জেলা শাখা, বন্ধুমহল সমিতি,বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ,খ্রিস্টান অ্যাসোসিয়েশন,সনাতন ধর্ম সংঘসহ অন্যান্য সামাজিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
এর বাইরে শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগ ও সহযোগী
সংগঠনগুলোর পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয়। করোনা সংকটে সরকারি নির্দেশনা মেনে সংক্ষিপ্ত আলোচনা সভার পাশাপাশি দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করে অনেক সংগঠন। এছাড়া মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
যবিপ্রবি : বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ৩০ মিঃ এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন এর পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জেলা প্রশাসন : জেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণের নেতৃত্ব দেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ জিয়াউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
যশোর জেলা পুলিশ। এদিনে সকালে শহরের বকুলতলায় বঙ্গবন্ধু ম্যুরালে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশসুপার (ডিএসবি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিবিআই যশোরের পুলিশসুপার রেশমা শারমিন, অতিরিক্ত পুলিশসুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশসুপার ‘ক’ সার্কেল মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশসুপার ‘খ’ সার্কেল মুকিত সরকার, অতিরিক্ত পুলিশসুপার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুনাদির ইসলাম চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশসুপার (হাইওয়ে) মোহাম্মদ আলী আহমেদ হাশমি।

স্বাস্থ্য বিভাগ : যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মহিদুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান, সিভিল সার্জন শেখ আবু শাহীন, বিএমএ’র যশোর শাখার সভাপতি একেএম কামরুল ইসলাম বেনু ও সাধারণ সম্পাদক এমএ বাশার, যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগ,ইন্টার্ন চিকিৎসক পরিষদ, নার্সিং ইনস্টিটিউট,মেডিকেল শিক্ষার্থীদের রক্তদান সংগঠন সন্ধানী।
দুপুর দেড়টার দিকে বিএমএ’র যশোর শাখার উদ্যোগে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এছাড়া, সন্ধানীর উদ্যোগে পালিত হয় রক্তদান কর্মসূচি।
ডাক বিভাগ : যশোর ডাকবিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মিরাজুল হকের নেতৃত্বে ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম যশোরের উদ্যোগে আলোচনা সভা, প্রর্থনা ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত, সহসভাপতি দুলাল সমাদ্দার, বিষ্ণু সাহা, কোষাধ্যক্ষ মৃনাল কান্তি দে, সাংগঠনিক সম্পাদক বৈদ্যনাথ দাস, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল বিশ্বাস। সভাপতিত্ব করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম যশোরের সহকারী পরিচালক চৈতী মহলদার।
যশোর সদর উপজেলা পূজা পরিষদ : সদর উপজেলা পূজা পরিষদের উদ্যোগে লালদিঘির পাড়ে হরিসভা মন্দিরে দুস্থদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের এমপি শাহীন চাকলাদার। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত, কোষাধ্যক্ষ মৃণাল কান্তি দেসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন সদর উপজেলা কমিটির সভাপতি দেবেন ভাষ্কর।
যুব মহিলা লীগ : যশোর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী।
সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আলী রায়হান, ত্রাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, সদস্য সাইফুল ইসলাম তুহিন, আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামান বাবলু,সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যুবলীগ সভাপতি সৈয়দ মনির হোসেন টগর, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
আরও বক্তৃতা করেন যশোর জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালমা আলম, যুগ্ম সম্পাদক নাসনিন আফরোজ। এ সময় আট উপজেলার যুব মহিলা লীগের নেতৃবৃন্দ অংশ নেন।
অপরদিকে, বিকেলে যশোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যশোর শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন দপ্তর সম্পাদক মুজিবুদ্দৌলা কনক, ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল কবির বিপুল ফরাজী, যুব ও ক্রীড়া সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার এমএবাশার, সদস্য আরশাদ পারভেজ,শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে দোয়া অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা,দোয়া ও খাবার বিতরণ করা হয়। গতকাল রোববার বিকেলে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের জামরুলতলা বাজারে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন আহ্বায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন  জেলা কমিটির সভাপতি আসাদুজামান মিঠু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন, সদস্য বাবুল আক্তার, সদর উপজেলা কমিটির সভাপতি মফিজুর রহমান ডাবলু, সহসভাপতি আসাদুজ্জামান সুমন, শহর কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ মো. ইব্রাহিম ও কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্ত খান।

জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন গতকাল ১৫ ই আগষ্টস গতকাল রোববার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়। সকালে বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান। পরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে যোগ দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির কবু, অ্যাডভোকেট এবিএম আহসানুল হক, মেহেদী হাসান মিন্টু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন সাইফ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পদক শেখ আতিকুর রহমান বাবু, উপ দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুল কবীর বিজু, সদস্য কামাল হোসেন, আসাদুজ্জামান মিঠু, প্রভাষক দেলোয়ার হোসেন দিপু, সামির ইসলাম পিয়াস, আলমুন ইসলাম পিপুল, অমিত কুমার বসু, মারুফ হোসেন খোকন,উপদেষ্টা আবুল হোসেন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মৃদুল, যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুব আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব. সহসভাপতি কায়েস আহমেদ রিমু, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, সাংগঠনিক সম্পাদক এস এম রিয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন, সদস্য বাবুল আক্তার, সদর উপজেলা কমিটির সভাপতি মফিজুর রহমান ডাবলু, শহর কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহ্বায়ক শেখ মো. ইব্রাহিম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, সদস্য ববি সিদ্দিকী, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সহসভপতি মাহমুদ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক ইনছার আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

x