ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
চুনারুঘাট উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চুনারুঘাট প্রতিধিনি:: চুনারুঘাটে উপজেলায়  ভ্রাম্যমান আদালতের ২৩/০৩/২০২১ তারিখ বিকাল ৪.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৭.০০ ঘটিকা পর্যন্ত চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের অন্তর্গত দারাগাঁও চা বাগানের নিকস্থ অ-ইজারাকৃত ‍জমি ও নালা হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে প্রায় ২৫টি ড্রেজার মেশিন এবং প্রায় ২৫০০ মিটার পাইপ বিনষ্ট করা হয় ।

একই সময় ঘটনাস্থল থেকে প্রায় ৩৪,৫০০ ঘনমিটার সিলিকা বালু জব্দ করে, স্থানীয় প্রতিনিধির জিম্মায় রাখা হয়। এসময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান পরিচালনা করেন জনাব সত্যজিত রায় দাশ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চুনারুঘাট।

ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন চেয়ারম্যান, ৮ নং সাটিয়াজুরী ইউপি এবং চুনারুঘাট থানার পুলিশের একটি দল।

চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

নিউজ সোর্সঃ চুনারুঘাট উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *