ঢাকা, বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
বগুড়ায় করোনাভাইরাসে একদিনে আরও ১৫ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ৭ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

করোনায় মারা যাওয়া ৮ জনের মধ্যে বগুড়ার ৭ জন। এরা হলেন- সদরের মাসুম বিল্লাহ (৩৬), আব্দুল মান্নান (৬২), আজিজুল হক (৬৯), রেজাউল করিম (৬৫), নওয়াব আলী (৭০), মাকছুদা বেগম (৭২) এবং নন্দীগ্রামের আব্দুস সাত্তার (৫২)।

আজ শনিবার (১৪ আগস্ট) ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ১৩ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৩৭ জন করোনা পজিটিভ হয়। একই প্রতিষ্ঠানে র‌্যাপিড অ্যান্টিজেন ১৬টি পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫টি নমুনায় আরও ৫ জন শনাক্ত হন। এ ছাড়া ঢাকায় পাঠানো ১৪৯টি নমুনা পরীক্ষায় ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪৭১টি নমুনায় নতুন আক্রান্ত হয়েছেন ৭৫ জন। এর মধ্যে সদরের ৩২, শাজাহানপুরে ১৪, দুপচাঁচিয়ায় ১০, গাবতলীতে ১, আদমদীঘি ৯ ও কাহালুতে ৯ জন।

আজ সকালে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ২০২০৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৬৬৯ জন। মৃত্যু ৬২৯ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ৯২০ জন।

x