১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস কে সফল করার লক্ষ্য জামালপুর জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ৩৯৬০)এর উদ্যোগে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ আগষ্ট বৃহস্পতিবার রাতে স্থানীয় শহরের গেইট পাড় সফি মিয়ার বাজার সংলগ্ন জামালপুর জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়নের নিজ কার্যালয়ে এ প্রস্তুতি মূলক সভার আয়োজন করেন।
জামালপুর জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আতাহার আলী’র সঞ্চালনায় প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. আবু বক্কর শেলু,জামালপুর জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজিঃনঃ-৩৯৬০) এর অন্তর্ভু জামালপুর জেলা স্যানেটারী,টাইলস, মোজাইক পরিচালনা কমিটির সভাপতি মো. আসাদ,সাধারণ সম্পাদক মো.. সোহেল রানা,সহসভাপতি মো. রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ। এছাড়াও জামালপুর জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও জামালপুর জেলা স্যানেটারী,টাইলস, মোজাইক পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ সহ শ্রমিকরা উপস্থিত ছিলেন ।