মাধবপুর প্রতিনিধি:: ঢাকা-সিলেট মহা সড়কে ট্রাকের ছাপায় ঘটনাস্থলেই এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।নিহত ভ্যান চালক মাধবপুরের বেংগাডুবার বাসিন্দা।
নিহত ভ্যান চালক আঃআহাদ(৪৫)বেংগাডুবা গ্রামের মৃতঃ ছুরত আলীর ছেলে। প্রতিদিনের মত আঃআহাদ কাজের জন্য বের হয়ে ঢাকা-সিলেট মহা সড়কে দিয়ে যাচ্ছিলেন ৬ টা ৩০ মিনিটের সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি বেপরোয়া ভাবে আঃআহাদের ভ্যানকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।পরে ঘাতক ট্রাকটিকে স্থানীয় জনতা আটক করলেও ট্রাক চালক পালিয়ে গেছে।
ইটাখোলা গ্রামীন টাওয়ারের নিকট ভ্যানচালক আহাদকে ঘাতক ট্রাক যশোর ট-১১-৩৭৪৮, চাপা দেয় এবং সে ঘটনস্থলেই সে মারা যায়।
এসময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটক করলে প্বার্শে মহাসড়কের উভয় প্বার্শে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় ২ঘন্টা পর শায়েস্তাগনজ থেকে হাইওয়ে পুলিশ এসে পরিস্হিতি নিয়ন্রনে আনেন এবং যান- চলাচল স্বাভাবিক হয়।