ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বিক্রির হিড়িক
রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ

বর্ষার আগমনকে ঘিরে সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বেচাকেনার হিড়িক পরে গেছে । কাঠ মিস্ত্রিরা রাতদিন নৌকা তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছে। প্রতি বছর বর্ষা মৌসুমে নিম্নাঞ্চল হিসেবে পরিচিত শাহজাদপুরের কৈজুরী হাঁটে রেকর্ড সংখ্যক ডিঙ্গি নৌকা বিক্রি হয়ে থাকে।

বর্ষাকালে শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা ডুবে যাওয়ায় ভেঙ্গে পরে যোগাযোগ ব্যবস্থা। মানুষের পাড়াপাড় ছাড়াও নিত্য প্রয়োজনীয় সামগ্রী আনা নেওয়ার জন্য একমাত্র নৌকাই হয় ভরসা। তাই প্রত্যন্ত জনপদের মানুষ সাধারণত ডিঙ্গি নৌকা ও শ্যালো নৌকায় পাড়াপাড় হয়ে থাকে।

তাই বর্ষার শুরুতেই জমে উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরী নৌকার হাঁট। দূরদূরান্ত থেকে ক্রেতারা আসছে এ হাঁটে। বিভিন্ন সাইজ ও দামের পশরা সাজিয়ে বসে আছেন বিক্রেতার।

ছোট আকারের প্রতিটি ডিঙ্গি নৌকা ৪ হাজার থেকে ৫ হাজার টাকা মাঝারি আকারের প্রতিটি নৌকা ৮ থেকে ১০ হাজার টাকা। বড় ডিঙ্গি নৌকা ১০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে।

ক্রেতারা বলছেন, এবার বর্ষার শুরুতেই নৌকার দাম অনেক তাই নৌকা কেনা মুশকিল হয়ে পড়েছে।

বিক্রেতার বলছেন,বেঁচাকেনা ভালোই তবে বিভিন্ন উপকরণের দাম বেশি হওয়ায় আমাদের তেমন লাভ হচ্ছে না।

তবে অন্যান্য বছরগুলোর তুলনায় করোনা পরিস্থিতির কারণে অর্থনৈতিক সংকটে নৌকা কেনা-বেচা তুলনামূলক কম।

হাঁট ইজারাদার ও কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন,

দূরদূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতাদের থাকা-খাওয়ার ব্যাবস্থা করে দেওয়া ও নিরাপত্তা সহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে থাকেন ইউনিয়ন পরিষদ ও হাট কমিটি।

বর্ষা মৌসুমে সপ্তাহে প্রতি শুক্রবার এ হাট বসে।

x