ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বিক্রির হিড়িক
রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ

বর্ষার আগমনকে ঘিরে সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বেচাকেনার হিড়িক পরে গেছে । কাঠ মিস্ত্রিরা রাতদিন নৌকা তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছে। প্রতি বছর বর্ষা মৌসুমে নিম্নাঞ্চল হিসেবে পরিচিত শাহজাদপুরের কৈজুরী হাঁটে রেকর্ড সংখ্যক ডিঙ্গি নৌকা বিক্রি হয়ে থাকে।

বর্ষাকালে শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা ডুবে যাওয়ায় ভেঙ্গে পরে যোগাযোগ ব্যবস্থা। মানুষের পাড়াপাড় ছাড়াও নিত্য প্রয়োজনীয় সামগ্রী আনা নেওয়ার জন্য একমাত্র নৌকাই হয় ভরসা। তাই প্রত্যন্ত জনপদের মানুষ সাধারণত ডিঙ্গি নৌকা ও শ্যালো নৌকায় পাড়াপাড় হয়ে থাকে।

তাই বর্ষার শুরুতেই জমে উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরী নৌকার হাঁট। দূরদূরান্ত থেকে ক্রেতারা আসছে এ হাঁটে। বিভিন্ন সাইজ ও দামের পশরা সাজিয়ে বসে আছেন বিক্রেতার।

ছোট আকারের প্রতিটি ডিঙ্গি নৌকা ৪ হাজার থেকে ৫ হাজার টাকা মাঝারি আকারের প্রতিটি নৌকা ৮ থেকে ১০ হাজার টাকা। বড় ডিঙ্গি নৌকা ১০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে।

ক্রেতারা বলছেন, এবার বর্ষার শুরুতেই নৌকার দাম অনেক তাই নৌকা কেনা মুশকিল হয়ে পড়েছে।

বিক্রেতার বলছেন,বেঁচাকেনা ভালোই তবে বিভিন্ন উপকরণের দাম বেশি হওয়ায় আমাদের তেমন লাভ হচ্ছে না।

তবে অন্যান্য বছরগুলোর তুলনায় করোনা পরিস্থিতির কারণে অর্থনৈতিক সংকটে নৌকা কেনা-বেচা তুলনামূলক কম।

হাঁট ইজারাদার ও কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন,

দূরদূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতাদের থাকা-খাওয়ার ব্যাবস্থা করে দেওয়া ও নিরাপত্তা সহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে থাকেন ইউনিয়ন পরিষদ ও হাট কমিটি।

বর্ষা মৌসুমে সপ্তাহে প্রতি শুক্রবার এ হাট বসে।

3 responses to “সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বিক্রির হিড়িক”

  1. I am really enjoying the theme/design of your blog.
    Do you ever run into any browser compatibility problems?

    A handful of my blog audience have complained about my blog not operating correctly
    in Explorer but looks great in Firefox. Do you have any tips
    to help fix this problem?

  2. Hey I am so happy I found your weblog, I really found you by mistake, while I was researching on Bing for something else, Anyhow I
    am here now and would just like to say thank
    you for a marvelous post and a all round exciting blog
    (I also love the theme/design), I don’t have time to go through it all at the minute but I have saved it and also added in your RSS feeds, so when I have time I will be back to read a great deal more, Please do keep up the superb job.

  3. Aw, this was an exceptionally nice post. Taking a few minutes and actual effort to make
    a good article… but what can I say… I procrastinate a whole lot and never
    seem to get anything done.

Leave a Reply

Your email address will not be published.

x