ঢাকা, শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
ঈদগাঁওতে ব্যবসায়ী আলী আকবরের মাতার মৃত্যুতে কোরআন খানী ও মোনাজাত
এম আবু হেনা সাগর,ঈদগাঁও 
ঈদগাঁও বাজারের ব্যবসায়ী আলী আকবরের মাতা মরহুমা জাহানারা বেগমের মৃত্যুতে কোর আন খানী এবং দোয়া মাহফিল করল রত্নগর্ভা সায়েরা খাতুন মেমোরিয়াল ট্রাস্ট।
১২ই আগষ্ট সকালে জালালাবাদ ইউনিয়নস্থ পালকাটা এলাকায় ট্রাস্টের অস্থায়ী কার্যালয়ে
পবিত্র কোরআন খানী ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
এতে উপস্থিত ছিলেন,চট্রগ্রাম দারুন সুন্নাত কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কাসেম,পালাকাটা ঘুমগাছ তলা জামে মসজিদ ইমাম মাওলানা সিরাজুল হক,নতুন মহাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারুফ অর রশিদ, ঈদগাঁওর ঐক্য পরিবার এডমিন ও সংবাদকর্মী এম আবু হেনা সাগর,
কালু ফকির পাড়া জামে মসজিদ ইমাম ওসমান রশিদ, ভাদীতলা জামে মসজিদের খতিব মাহবুব রশিদ ও মরহুমার সুযোগ্য পূত্র আলী আকবর।
মোনাজাত পরিচালনা করেন,ট্রাস্টের চেয়ার ম্যান ও অবসরপ্রাপ্ত শিক্ষক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ।
x