ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৪:০৫ পূর্বাহ্ন
ময়মনসিংহ মেডিকেলে ৭ মাসের শিশুসহ আরও ১৬ জনের মৃত্যু
তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে মারা যায় ৯ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ৭ জন, নেত্রকোনায় ৫ জন, শেরপুরের ৩ জন ও গাজীপুরের ১ জন রয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনা আক্রান্ত মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের ফিরোজা (৬০), মুক্তাগাছা উপজেলার মজিদা বেগম (৯০), ত্রিশাল উপজেলার ইশরাত (৭ মাস), গফরগাঁও উপজেলার রহিমা খাতুন (৬৪), নেত্রকোনার সদরের মিনতি রানী দাস (৬৫), শেরপুর সদরের ইয়াকুব আলী (৫০) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার জুলেখা (৭০)।

সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের সুলতান (৫৫), সুফিয়া (৪৫), নান্দাইল উপজেলার কামাল (৪৫), নেত্রকোনা সদরের সুধা (৬৭), নাবিলা (২৫), মুজিবুর রহমান (৪৫), মোহনগঞ্জ উপজেলার আব্দুর রহিম (৭৫), শেরপুর সদরের বিলকিস (৩৫) ও নকলা উপজেলার সখিনা (৫৫)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫২ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪২৯ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৪৪ জন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১৭ টি নমুনা পরীক্ষায় আরো ৪৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.৫৫ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ৬৭৪ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৭২ জন।

Leave a Reply

Your email address will not be published.

x