ঢাকা, শনিবার ১৯ জুলাই ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
জামালপুর জেলা বিএনপির করোনা হেল্প সেন্টারে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান
এ,এস,পলাশ,জামালপুর-
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের  তত্ত্বাবধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতায় জামালপুর জেলা বি,এন,পি’র দলীয় কার্যালয় সফি মিয়ার বাজারস্ত স্থাপিত হয়েছে করোনা হেল্প সেন্টার।
  হেল্প সেন্টারে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত কিংবা করোনা সমস্যা জনিত রোগীদের জন্য নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
 করোনা হেল্প সেন্টারে  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং হেল্প সেন্টারটি সকল নাগরিকদের জন্য উন্মুক্ত। এখানে সেবা নেয়ার জন্য জেলাবাসীর সকলের নিকট বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
হেল্প সেন্টারটি ২৪ ঘন্টা সেবা প্রদান করে আসছে এবং জরুরী রোগীদের জন্য পালস্ অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত রাখা হয়েছে।
হট লাইন নম্বর:
 ০১৭৮৬-০২৮৫৯৫,
০১৭১২-৫৬৪৩৭৭।
x