ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন
রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক মারা গেছেন
Reporter Name

রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক মারা গেছেন। রোববার ভোরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি।

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ৩১ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত হন মিতা হক। পরে তিনি সুস্থও হন। কিন্তু কিডনি সমস্যার জন্য শনিবার ডায়লাইসিসের সময় তার প্রেসার ফল করে।

বাসায় নেওয়ার পর আবার প্রেসার ফল করলে আবারও হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ভেন্টিলেশনে রাখা হয় তাকে। এরপর রোববার সকালে চিরদিনের জন্য বিদায় নেন তিনি।

রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন মিতা হক। এরপর কবি রবীন্দ্রনাথের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়।

একই বছর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা’য় রবীন্দ্র সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মিতা হককে সম্মাননা দেওয়া হয়। ২০২০ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।

Leave a Reply

Your email address will not be published.

x