জামালপুরের সরিষাবাড়ীতে পাট কাটতে গিয়ে বজ্রপাতে দুলাল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে নিজ জমিতে পাট কাটতে গেলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরে পরিবারের লোকজন বজ্রপাতে গুরুতর আহত দুলাল মিয়া কে গুরুতর আহত অবস্থায় তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুলাল মিয়া কে মৃত ঘোষণা করেন। নিহত যুবক সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা পশ্চিম পাড়া গ্রামের মকবুল মন্ডলের ছেলে বলে জানা যায়।
Virtually all of whatever you mention happens to be astonishingly accurate and it makes me wonder the reason why I had not looked at this with this light before. Your piece truly did turn the light on for me personally as far as this specific subject matter goes. Nonetheless there is just one factor I am not too comfy with and whilst I attempt to reconcile that with the actual central idea of your issue, allow me observe just what the rest of the subscribers have to say.Nicely done.