ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
জামালপুরে নতুন ৪৭ জন করোনা শনাক্ত
এ,এস,পলাশ,জামালপুর-

জামালপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূএে,

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষায় ১৩ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ১৩ টি নমুনা পরীক্ষায় ২ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ১২০ টি নমুনা পরীক্ষায় ৩২ জন অর্থাৎ মোট ২১৫ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৪৭ জন (জামালপুর সদর- ৩০ জন, মেলান্দহ- ১ জন, ইসলামপুর- ৩ জন, সরিষাবাড়ী- ৬ জন, দেওয়ানগঞ্জ- ৫ জন ও বকশীগঞ্জ- ২ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।

সর্বমোট সংক্রমণ শনাক্ত ৪৭৩৯ জন।

 

সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ

জামালপুর সদর- ডিসি অফিস, জেনারেল হাসপাতাল, সদর ৩ জন, হাজীপুর, নান্দিনা ৫ জন, বেলটিয়া ২ জন, তমালতলা ২ জন, ফুলবাড়িয়া ২ জন, শ্রীরামপুর, নয়াপাড়া ৪ জন, মুকুন্দবাড়ী, তুলশীপুর, ডাকপাড়া, নরুন্দী, শাহবাজপুর, দেওয়ানপাড়া, কাছারীপাড়া ও বসাকপাড়া।

মেলান্দহ- পূবালী ব্যাংক।

ইসলামপুর- মুখশিমলা, ইসলামপুর ও রৌহারকান্দা।

সরিষাবাড়ী- পুঠিয়ারপাড়, বাউসী, পিংনা, পল্লী বিদ্যুৎ, বাউসী বাজার ও পঞ্চাশী।

দেওয়ানগঞ্জ- জামাল সদাই, কাঠার বিল, লংকার চর, পূর্ব কাজলাপাড়া ও খরমা।

বকশীগঞ্জ- জাকিরপাড়া ও লাউচাপড়া।

 

সর্বশেষ সুস্থ ৪০ জন (জামালপুর সদর- ১৪ জন, মেলান্দহ- ৪ জন, মাদারগঞ্জ- ৩ জন, ইসলামপুর- ১ জন, সরিষাবাড়ী- ৫ জন, দেওয়ানগঞ্জ- ৫ জন ও বকশীগঞ্জ- ৮ জন)।

সর্বমোট সুস্থ ৪১৮৩ জন।

 

সর্বশেষ মৃত্যু ০ জন।

সর্বমোট মৃত্যু ৮৭ জন।

 

সর্বশেষ রেফার্ড ০ জন।

মোট রেফার্ড ৪১ জন।

 

সর্বশেষ নমুনা সংগ্রহ- ২১৫ টি।

সর্বমোট নমুনা সংগ্রহ- ৩৪৬৪৪ টি।

সর্বশেষ নমুনা পরীক্ষা- ২১৫ টি।

সর্বমোট নমুনা পরীক্ষা- ৩৪৬২৮ টি।

নমুনা পরীক্ষা পেন্ডিং- ১৬ টি।

 

কোভিড-১৯ দ্রুত শনাক্তে সন্দেহজনক সকলেই সরকারী বিধি-বিধান মেনে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের নিদিষ্ট বুথে নমুনা প্রদান করার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x