সেলিম মাহবুব::_ছাতকের দোলারবাজার ইউনিয়নের নিন্ম উপর গজনী জলমহালে জোরপূর্বক মাছ শিকার করার অপরাধে মাছ শিকারের পলো সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে জলাশয়ে মাছ শিকার করা অবস্থায় তাদের আটক করেন জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ এসআই পলাশ। আটককৃতরা হলেন জাগিদপুর গ্রামের মরম আলীর পুত্র আজির উদ্দিন, মর্তুজ আলীর পুত্র শাহিন আহমদ ও বাকের আলীর পুত্র আলী আহমদ। গত ১৬ মার্চ নিন্ম-উপর গজনী জলমহালে জোরপূর্বক মাছ লুটপাটের ঘটনায় জলমহালের লিজ গ্রহনকারী শাহজালাল মৎস্য সমবায় সমিতির সাধারন সম্পাদক মাসুক আলী বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে আরো দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা(নং-২১) দায়ের করেন।