ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
অর্ধেক পরিবহন চলাচলের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আগামী বুধবার থেকে গণপরিবহণের মোট সংখ্যার অর্ধেক চলাচলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। কিন্তু গণপরিবহণের অর্ধেক চলাচলের এ সিদ্ধান্ত বাতিলের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

আজ সোমবার সমিতির মহাসচিবের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক মালিকের কয়টি গাড়ি আছে বা কয়টি গাড়ি চালাচ্ছে দেশব্যাপী এ বিষয়টি নির্ণয় করা এক দিকে যেমন কঠিন হবে, অন্যদিকে শ্রমিকরাও বেকার থাকবে। তাদের কষ্ট লাঘব হবে না। মালিকরাও ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘ দিন পরে গাড়ি চালু হবে। যার একটিমাত্র গাড়ি আছে, তার অবস্থা কী হবে? অর্ধেক গাড়ি চলাচল করলে পরিবহন সংকট দেখা দেবে এবং যাত্রীর চাপ বাড়বে। এতে করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে।

এর আগে আগামী বুধবার থেকে লঞ্চ ও বাসের আগের ভাড়া নেওয়া শুরু হবে উল্লেখ করে গতকাল প্রজ্ঞাপন দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। ওই দিন থেকে বাস ও লঞ্চ পূর্ণ সক্ষমতায় যাত্রী বহন করতে পারবে বলে জানানো হয়।

x