দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ জুয়ার আখড়ায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ দশ জুয়াড়িকে আটক করেছে।
মামলা সুত্রে জানান যায়, সোমবার রাত্রী দুইটায় বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমান কুমার মহন্তের নেতৃত্বে একটি দল বিরামপুর পৌর শহরের ঢেলুপাড়া গ্রামে জুয়া খেলার সংবাদ পাই। সংবাদে ভিত্তিতে তাৎক্ষণিক ঐ গ্রামে অভিযান চালিয়ে জুয়ার আখড়া থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২ হাজার ৫৯০ টাকাসহ দশ জুয়াড়িকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বিরামপুর পৌর শহরের ৯নং ওয়ার্ডের ঢেলুপাড়া গ্রামের আঃ আজাদ, জোনাব আলী, রেজাউল ইসলাম, শামসুজ্জোহা, আতিয়ার রহমান, আবু রায়হান, নাসির, মজনু, মিয়া, পল্লব মিয়া ও মশিয়ার রহমান।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, জুয়া খেলার অপরাধে থানায় মামলা হয়েছে। আকটকৃত দশ জুয়াড়ীকে দিনাজপুর কোর্টের সোপর্দ করা হয়েছে।