ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন
মৌলভীবাজারে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই লাখ টাকার অর্থদন্ড
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার মনু নদী থেকে ডেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলার দায়ে এক বালু ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্ম্যমাণ আদালত। সোমবার (৯ আগষ্ট) সকালে মনু নদীর ঘড়োয়া মৌজার শ্রীরাইনগর এলাকায় অবৈধভাবে বালু তোলার খবর পেয়ে ভ্রাম্ম্যমাণ আদালত অভিযান চালান।

এসময় ভ্রাম্ম্যমাণ আদালত অবৈধ বালু উত্তোলন করায় এক ব্যবসায়ীকে দুই লাখ টাকার অর্থদন্ড প্রদান করেন। জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান জানান, মনু নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে একজন বালু ব্যবসায়ীকে বালুমহাল ও মাটিব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (গ) ধারা লঙ্ঘন‌ের দায়ে উক্ত আইন‌ের ১৫ (১) ধারা ম‌োতাব‌েক দুই লাখ টাকার অর্থদন্ড প্রদান এবং দন্ডিত অর্থ তাৎক্ষনিক আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

x