ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
দেড় বছর পর ওমরাহ নিবন্ধন শুরু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর বিদেশিদের ওমরাহ পালনের নিবন্ধন ফের শুরু হয়েছে।

রোববার (৮ আগস্ট) বিদেশিদের থেকে আবেদন গ্রহণ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

দেশটির বিভিন্ন মিডিয়া এ বিষয়ক সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদে বলা হয়েছে, পবিত্র মক্কা নগরীতে সফর এবং ওমরাহ পালনের জন্য অনুমোদিত ভ্যাকসিনপ্রাপ্ত বিদেশিদের আবেদন গ্রহণ সোমবার থেকে শুরু করবে সৌদি।

সৌদি সরকারের উপমন্ত্রী আবদুল ফাত্তাহ বিন সুলাইমানের বরাত দিয়ে সংবাদে জানানো হয়েছে, যে কোনো বিদেশি হজ এবং ওমরাহ যাত্রীকে সৌদি আরব স্বীকৃত ভ্যাকসিন নিতে হবে। কোয়ারেন্টিন পালনে রাজি থাকতে হবে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, পর্যায়ক্রমিকভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহর আবেদন নেয়া শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published.

x