জামালপুর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী,জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষায় ১৭ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ৬৫ টি নমুনা পরীক্ষায় ১৪ জন অর্থাৎ মোট ১৪৭ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৩১ জন (জামালপুর সদর- ১৭ জন, মেলান্দহ- ১ জন, মাদারগঞ্জ- ১ জন, ইসলামপুর- ৬ জন, দেওয়ানগঞ্জ- ২ জন ও বকশীগঞ্জ- ৪ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ৪৬২৬ জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর- জেনারেল হাসপাতাল, শ্রীরামপুর, নিয়ামতপুর, নান্দিনা ৬ জন, কালীবাড়ী ২ জন, কুটামনি, জিগাতলা, গোলাপবাগ, সদর ও সর্দারপাড়া ২ জন।
মেলান্দহ- মেলান্দহ।
মাদারগঞ্জ- মাদারগঞ্জ।
ইসলামপুর- ইসলামপুর ৬ জন।
দেওয়ানগঞ্জ- দেওয়ানগঞ্জ ২ জন।
বকশীগঞ্জ- পূর্ব দত্তের চর, উত্তর বাজার, মেসের চর ও উত্তর মিয়াপাড়া।
সর্বশেষ সুস্থ ৪০ জন (জামালপুর সদর- ১৭ জন, মেলান্দহ- ৫ জন, মাদারগঞ্জ- ৫ জন, ইসলামপুর- ১ জন, দেওয়ানগঞ্জ- ২ জন ও বকশীগঞ্জ- ১০ জন)।
সর্বমোট সুস্থ ৪০৫৯ জন।
সর্বশেষ মৃত্যু ০ জন।
সর্বমোট মৃত্যু ৮৭ জন।
সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ৪১ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ- ১১৬ টি।
সর্বমোট নমুনা সংগ্রহ- ৩৪০৭৭ টি।