ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন
রায়গন্জের জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা চাঁন এলাকাবাসী
মোঃমোকাদ্দেস হোসাইন সোহান,রায়গন্জ,সিরাজগন্জঃ-

সিরাজগন্জের রায়গন্জ উপজেলাধীন ৮ নং পাংগাশী ইউনিয়নের গ্রামপাংগাশী বাজার থেকে চাঁনপাড়া।

কারিগরপাড়া জামে মসজিদ হয়ে নিজাঁমগাতী তিন রাস্তা মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার ইটের সলিন রাস্তাটি প্রায় দশ বছরেও পাকা না হওয়ায় আশ-পাশের প্রায় দশ হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছেন।রাস্তাটির মাঝে মাঝে ইট উঠে যাওয়ায় সৃস্টি হয়েছে জায়গায় জায়গায় বড় বড় গর্ত।তাছাড়া উক্ত রাস্তার মাঝখানে অবস্হিত ব্রিজটির দু’পাশের মাটি সরে যাওয়ায় ব্রিজটি রয়েছে হুমকির মধ্যে।এছাড়াও একটু বৃস্টি হলেই উক্ত রাস্তায় হেঁটে চলারও অনুপযোগী হয়ে পড়ে।এলাকাবাসী সুত্রে জানা যায়,উক্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দিয়ে প্রতিদিন জেলা – উপজেলা শহরসহ বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষ প্রয়োজনের তাগিদে যাতায়াত করে থাকেন।এছাড়াও কৃষিনির্ভর কয়েকটি গ্রামের মাঠের ৯০০ থেকে ১০০০ একর জমির ফসল ওই ইটের সলিং এবং কর্মাক্ত রাস্তা দিয়ে বিভিন্ন উপায়ে বিক্রি করেন কৃষকরা।বর্ষা মৌসুমে এসব কাঁচা কর্মাক্ত রাস্তা দিয়ে কৃষক,পথচারীরা ও যানবাহন তো দুরের কথা পায়ে হেঁটেও চলাচল করতে পারে না।উপজেলার গ্রামপাংগাশী কারিগরপাড়া গ্রামের মোঃ আব্দুল খালেক বলেন,মাত্র কয়েক কিলোমিটার রাস্তা কাঁচা হওয়ায় বর্ষা মৌসুমে আমাদের কস্টের সিমা থাকে না।

এলাকাবাসীর দীর্ঘদিনের প্রতীখ্যিত কাঁচা রাস্তাটির সমস্যা সমাধানে নেওয়া হয়নি কোনো কার্যোকরী পদখ্যেপ।বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা রাস্তা পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি।এমতাবস্হায় উক্ত রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্যের কাছে জোর দাবি জানিয়েছেন আশ পাশের অত্র এলাকার হাজার হাজার জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published.

x