টাঙ্গাইলের দেলদুয়ারে পাট জাগে ফেলার সময় পাটের বোঝার নিচে পড়ে আব্দুল খালেক (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার উপজেলার আটিয়া ইউনিয়নের মামুদপুর গ্রামে ঘটেছে ঘটনাটি। খালেক ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
এলাকাবাসী জানান, নিজ জমিতে পাট কেটে বোঝা নিয়ে মামুদপুর বিলে জাগে ফেলতে যায় কৃষক খালেক। এ সময় অসাবধানতাবসত পাটের বোঝার নিচে পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়। ভাসমান অবস্থায় তার লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বাহালুল খান বাহার জানান খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।