ঢাকা, সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
তুলে দেয়া হলো ‘এফ ক্যাট’, উদ্বিগ্ন বলিউড
Reporter Name

ভারতে ছবিমুক্তির পথে নতুন জটিলতা তৈরি হয়েছে। কারণ, সংশ্লিষ্ট কোনও পক্ষের সঙ্গে আলোচনা না করেই তুলে দেওয়া হয়েছে ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইব্যুনাল (‌এফ ক্যাট)‌। কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন বলিউড।

সেন্সর বোর্ডে যে সব ছবির মুক্তি নিয়ে আপত্তি তোলা হতো বা প্রশংসাপত্র দেওয়া হত না, সেই ছবিগুলি দ্বারস্থ হত এই ট্রাইব্যুনালের। এখন থেকে সেন্সরের প্রশংসাপত্র না পেলে, সংশ্লিষ্ট ছবির পরিচালক-প্রযোজককে সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। বিষয়টিকে ‘শৈল্পিক স্বাধীনতার জন্য বড় ধাক্কা’ বলে মনে করছেন নির্মাতারা।

বিজ্ঞাপন

১৯৮৩ সালে ‘‌সিনেম্যাটোগ্রাফ’ আইনের আওতায় এফ ক্যাট গঠন করেছিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এফ ক্যাটের হেড অফিস দিল্লীতে। একজন চেয়ারপার্সন, চার জন সদস্য এবং সরকারের নিয়োগ করা একজন সচিব নিয়ে এফ ক্যাট গঠন করা হয়। কিন্তু সরকারের সিদ্ধান্তে এফ ক্যাট এখন আর কার্যকর থাকছে না।

ভারতের নির্মাতারা সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’‌ ছবির নির্মাতা অলঙ্কৃতা শ্রীবাস্তব আল জাজিরাকে জানিয়েছেন, এই সিদ্ধান্তে তার মতো নির্মাতাদের অবস্থা আরও করুণ হবে।

২০১৭ সালে ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’‌ ছবিকে মুক্তির ছাড়পত্র দিতে অস্বীকার করেছিল সিবিএফসি। সেই সময়ে এফ ক্যাটের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক অলঙ্কৃতা শ্রীবাস্তব। তারপরই কয়েকটি দৃশ্যে কাঁচি চালানোর পরামর্শ দিয়ে সিবিএফসিকে ছবি মুক্তির ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেয় এফ ক্যাট।

নির্মাতা দেবাশিষ মাখিজার ছবি ‘আজ্জি’ও সেন্সরবোর্ডের ছাড়পত্র না পেয়ে এফ ক্যাট-এর দ্বারস্থ হয়েছিল। সেই সময়ে এফ ক্যাটের সমর্থন পেয়েছিলেন নির্মাতা। তিনি আল জাজিরাকে বলেন, ‘সেন্সর বোর্ডের সিদ্ধান্তগুলি এখন আরও কণ্ঠরুদ্ধকর হয়ে উঠবে।’

অভিনেত্রী গীতিকা বিদ্যা ওহলিয়ান এর মতে, ভারত বর্তমানে যে সংকট মোকাবেলা করছে তার প্রেক্ষিতে কম সেন্সরশিপের প্রয়োজন ছিল, বেশি নয়।

কেন্দ্রের সিদ্ধান্তে হতাশ হয়ে প্রখ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ লেখেন,‌ ‘‌ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত দুঃখের দিন।’‌

সিদ্ধান্তের সমালোচনা করে পরিচালক হংসল মেহতা টুইটারে লেখেন, ‘‌ছবির মুক্তি সংক্রান্ত মামলা শোনার সময় আছে তো হাইকোর্টের?‌ কতজন প্রযোজক আদালতে যাওয়ার ঝুঁকি নিতে রাজি হবেন?‌ এফ ক্যাট তুলে দেওয়ার সিদ্ধান্তে সরকারের স্বেচ্ছাচারিতা প্রকাশ পাচ্ছে।’

আইনি গ্যাড়াকলে কলে কত আটকে যাবে, তা নিয়েই উদ্বেগ বাড়ছে নির্মাতাদের মাঝে। – আল জাজিরা


নিউজ সোর্সঃ তুলে দেয়া হলো ‘এফ ক্যাট’, উদ্বিগ্ন বলিউড

x