ঢাকা, বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন
করোনা ইউনিটে ১৮ জেলায় ১৪২ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনায় দেশে প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশের ১৮ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (৭ আগস্ট) এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বরিশালে বিভাগে। সেখানে ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও কুমিল্লায় ১৪ জনের মৃত্যু হয়েছে।

এরপরই রাজশাহীতে ১২, ময়মসিংহে ১২, যশোর ১০, খুলনায় ৯, কুষ্টিয়ায় ৯, চট্টগ্রামে ৮, বগুড়ায় ৮, চুয়াডাঙ্গায় ৭, দিনাজপুরে ৭, সাতক্ষীরা ৫, ফরিদপুরে ৮ জন, মেহেরপুরে ৪ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Leave a Reply

Your email address will not be published.

x