ঢাকা, সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন
বাউফলে কোভিড-১৯ ভ্যকসিনেশন ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
রিয়াজ মাহমুদ, বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:

সারা দেশের সাথে মিল রেখে পটুয়াখালীর বাউফল পৌরসভার আয়োজনে বিনামূল্যে কোভিড-১৯(সিনোফার্ম) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২১ ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০ টায় পৌরসভার মিলনায়তনে প্রধান অতিথি পৌরসভার মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল ওই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ সময়ে অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা, ডাঃ মামুন, কাউন্সিলর ফরহাদ হোসেন, কাউন্সিলর লতিফ হোসেন খান বাবুল, প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনকন্ঠের কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মঞ্জুর মোর্শেদ, নির্বাহি সদস্য এবিএম মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

x