দীর্ঘদিন মৎস্য অবরোধের পর সাগরে মাছ না পাওয়ায় হতাশায় হাজারো মৎস্যজীবী। যাতে করে নদ-নদীতে মাছ পাওয়া যায় সেজন্য উপকূলীয় বরগুনার পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের বিশেষ ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় ট্রলার ও মৎস্য ব্যাবসায়ী মিজানুর রহমান মল্লিক জেলেদের পক্ষ থেকে এ দোয়া মিলাদের আয়োজন করেন। এছাড়াও দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) জামে মসজিদ, নতুন বাজার লঞ্চঘাট জামে মসজিদ, ফরেস্ট জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মৎস্য ব্যাবসায়ী সেলিম আজাদ জানান, সাগরে মাছ না থাকায় জেলেরা শূন্য হাতে ঘাটে ফিরছে। এতে করে মৎস্য ব্যাবসায়িরা দেনায় জর্জরিত হয়ে গেছে। এ থেকে রক্ষা পেতে আল্লাহ তায়ালার সহায়তা ছাড়া কোন উপায় নেই বলেও জানান তিনি।