ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
দেলদুয়ারের নয়াচরে ব্রিজ ভেঙে যান চলাচলে ভোগান্তি
দেলদুয়ার টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার নয়াচরে  এলাসিন-লাউহাটি এলজিইডি বিভাগের আওতাধীন নয়াচর বাজার সংলগ্ন খালের উপর নির্মিত ব্রিজটির উপরের স্লাব ভেঙে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।

প্রায় বছর খানেক হলো ব্রিজটির মাঝখানে ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়েই চলাচল করছে হালকা যানবাহন। বড় যানবাহন চলাচল করতে না পারায় এলাকায় নির্মাণ সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহে সমস্যা হচ্ছে। সিএনজি, অটো রিক্সা, অটো ভ্যান যাতায়াতে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। সিএনজি চালক মো. শরিফুল ইসলাম বলেন, এক বছর হলো ব্রিজটি মাঝখানে ভেঙে বেহাল অবস্থায় পড়ে আছে। কিন্তু কোনো প্রকার সংস্কার হচ্ছেনা। ব্রিজ পারাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

এখানে প্রায়ই ছোট-খাটো দুর্ঘটনা ঘটছে। গর্তে পড়ে পা ভেঙেছে এক মোটর সাইকেল আরোহীর। ব্রিজটি দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

এলাসিন ইউনিয়ন পরিষদের সুযোগ্য  চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন তালুকদার বলেন, নয়াচর বাজারের পশ্চিম পাশের ব্রিজটি ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ চলাচল করছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ব্রিজটি সংস্কার হওয়া প্রয়োজন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুল বাছেদ বলেন, আশা করছি ছয় মাসের মধ্যেই ওই স্থানে নতুন ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। উপজেলা প্রশাসনের সহায়তায় আগামি ১মাসের ব্রিজের সংস্কার   কাজ শেষ করবেন।

5 responses to “দেলদুয়ারের নয়াচরে ব্রিজ ভেঙে যান চলাচলে ভোগান্তি”

  1. Zqzxcd says:

    purchase lasuna pill – buy generic himcolin buy himcolin online

  2. Wggllj says:

    cheap celecoxib – celecoxib where to buy order indomethacin 75mg generic

  3. Ibqgar says:

    probenecid canada – buy cheap tegretol buy carbamazepine online cheap

  4. Eypgib says:

    purchase voltaren without prescription – voltaren order aspirin 75mg canada

  5. Cshsrh says:

    how to buy pyridostigmine – order sumatriptan 50mg buy imuran

Leave a Reply

Your email address will not be published.

x