ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
দেশে আসছে ১০৯টি লাইফ সাপোর্ট (আই সি উ) অ্যাম্বুলেন্স
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দেশে আসছে ১০৯টি লাইফ সাপোর্ট (আই সি উ) অ্যাম্বুলেন্স

করোনাভাইরাস মহামারিতে রোগীদের সেবায় ভারত থেকে ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসেছে।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে,বৃহস্পতিবার সন্ধ্যায় ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোল স্থলবন্দরে এসে পৌঁছায়। বেনাপোল স্থলবন্দরে শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর ইতোমধ্যে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে অ্যাম্বুলেন্সগুলো।

২০২১ সালের ২৬-২৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকালে বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা করেছিলেন।

সেই প্রতিশ্রুতি পূরণে ভারত সরকার এই অ্যাম্বুলেন্সগুলো পাঠিয়েছে বলে জানায় ভারতীয় হাইকমিশন। তারা জানিয়েছে, বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে।

ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, ‘এই অ্যাম্বুলেন্সগুলো কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এই উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত এবং দীর্ঘমেয়াদী অঙ্গীকারের প্রতিফলন করে।’

Leave a Reply

Your email address will not be published.

x