ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন
ঠাকুরগাঁয়ে বিএনপির করোনা হেল্প সেন্টার উদ্বোধন 
আব্দুর রাজ্জাক বাপ্পী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করনের লক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়। ০৫/০৮/২০২১ ইং তারিখ বৃহস্পতিবার অনলাইন জুম প্লাটফর্মের মাধ্যমে হেল্প সেন্টার উদ্বোধন করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও করোনা পর্যবেক্ষন সেলের আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।

“আত্মমানবতার সেবায় মানুষের পাশে দাড়াই” এই শ্লোগানে জেলা বিএনপির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও করোনা পর্যবেক্ষন সেলের আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু, বিশেষ অতিথি রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, আবু তাহের দুলাল, ওবায়দুল্লাহ মাসুদ, ইউনুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মো: জাফরুল্লাহ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন। এ সময় জেলা, সদর উপজেলা, পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা বিএনপি কার্যালয়ে অবস্থিত করোনা হেল্প সেন্টারে এখন থেকে প্রতিদিন যে কোন করোনা আক্রান্ত রোগী বিভিন্ন সেবা গ্রহন করতে পারবেন। এর মধ্যে কনসেনট্রেটর মেশিনের সহযোগিতা, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, স্যানিটাইজার, রোগীদের চিকিৎসায় বিভিন্ন ধরনের ঔষধপত্র বিনামূল্যে গ্রহন করতে পারবেন।

3 responses to “ঠাকুরগাঁয়ে বিএনপির করোনা হেল্প সেন্টার উদ্বোধন ”

  1. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/43928 […]

  2. 토렌트 says:

    … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/43928 […]

  3. … [Trackback]

    […] Read More Info here to that Topic: doinikdak.com/news/43928 […]

Leave a Reply

Your email address will not be published.

x