ঢাকা, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন
এয়ারপোট থানা এলাকায় অবৈধ ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি উদ্ধার
রুবেল আহমদ সিলেট প্রতিনিধি

৪ আগষ্ট  জনাব মোঃ মফিজ উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট ও এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব খান মুহাম্মদ মাইনুল জাকির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ জসিম উদ্দিন দ্বয়ের দিক নির্দেশনায় এসআই মোঃ আব্দুল আজিজ, ইনচার্জ-কালাগুল পুলিশ ক্যাম্প, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট সঙ্গীয় অফিসার এএসআই ১২৫৯ এখলাছুর রহমান  ও ফোর্সদের সহায়তায় ৪ আগষ্ট  ২১.৪৫ ঘটিকার সময় অত্র থানাধীন টিলাপাড়া গ্রামে পলাতক আসামী জনৈক জসিম উদ্দিন (৩২) এর বসতঘরে তল্লাশী করে খাটের  (চৌকির) নিচ হতে সাদা চটের বস্তার ভিতরে কাগজে মোড়ানো অবস্থায় ১৪ (চৌদ্দ) প্যাকেট আমদানী নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি,  প্রতিটি প্যাকেটে ২০ (বিশ) টি আটিঁ, প্রতিটি আটিঁতে ২৫ (পচিশ)  পিস করে মোট ৭০০০ (সাত হাজার) শলাকা, প্রতিটি শলাকার বাজার মূল্য ০১ টাকা করে সর্বমোট =৭,০০০-(সাত হাজার) টাকা, প্রতিটি প্যাকেটের গায়ে শেখ নাসির উদ্দিন মার্চেন্ট রেজিষ্ট্রার্ড ৪২নং ষ্ট্যান্ড কলিকাতা লেখা আছে।

উল্লেখিত আলামত প্রাপ্ত হয়ে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক এসআই মোঃ আব্দুল আজিজ জব্দ তালিকা মূলে জব্দ করেন।

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসহ এলাকার লোজদেরকে জিজ্ঞাসাবাদ করে পলাতক আসামী জসিম উদ্দিন (৩২), পিতা-আব্দুল জলিল, সাং-টিলাপাড়া, পোঃ সাহেবের বাজার, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট এর সম্পূর্ণ নাম ঠিকানা সংগ্রহ করেন।

পরবর্তীতে থানায় হাজির হয়ে জব্দকৃত আলামত সহ পলাতক আসামীর বিরুদ্ধে বাদী হয়ে এজাহার দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published.

x