ঢাকা, বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন
যশোরে আজ করোনায় ৭ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সাত জনের সবাই রেড জোনে ছিল। যার মধ্যে যশোর সদরের ২ জন, বাঘারপাড়া ১ জন, মনিরামপুর ১ জন, বেনাপোল ১ জন, ঝিনাইদাহ ১ জন ও মাগুরার ১ জন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বর্তমানে ১২২ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছে। যশোরে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৭০ জন।

যশোরে গত ২৪ ঘন্টায় ৩৯ জন নতুন করে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে ছুটি নিয়েছে ৩৩ জন। এদিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেড জোনে ৯৭ জন এবং ইয়েলো জোনে ২৫ জন ভর্তি রয়েছে। যার মধ্যে আই সি ইউতে ১০ জন এবং এইচ ডি ইউতে ০৯ জন। তবে ৭ দিনের পরিসংখ্যানে দেখা গেছে আক্রান্ত ও মৃত্যু অনেকটা বেশী।

Leave a Reply

Your email address will not be published.

x