ঢাকা, রবিবার ২৭ এপ্রিল ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি ডা. জাকিয়ার করোনায় মৃত্যু
মো: শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. জাকিয়া রশীদ শাফী(৫০) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার (২আগষ্ট) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. খন্দকার সাদেকুর রহমান জানান, ডা. জাকিয়া রশীদ শাফী চারদিন আগে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।

গত শনিবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশন সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ডা. জাকিয়া একজন স্বনামধন্য গাইনি সার্জন ছিলেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন ডা. জাকিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, তার মৃত্যুতে আমরা আরও একজন করোনা সহ যোদ্ধাকে হারালাম।

x