ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন
চীনের সিনোফার্মের সাথে টিকা উৎপাদনে চুক্তি করছে বাংলাদেশ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চীনের সিনোফার্মের সাথে টিকা উৎপাদনে চুক্তি করছে বাংলাদেশ

সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীনের সিনোফার্মের কাছ থেকে টিকা কেনা শুরুর পর এক মাসে ৭০ লাখ টিকা পেয়েছি। এ মাসেও আসবে। সিনোফার্ম আমাদের নিরবচ্ছিন্নভাবে টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে। তাদের টিকার বিপুল চাহিদা রয়েছে। এ জন্য আগেভাগে বাড়তি টিকার সংখ্যা জানাতে চেয়েছিল চীন। আমরা সেটা দিয়েছি।’

এর আগে গত ২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে এক অধিবেশনে জানিয়েছেন,বিদেশ থেকে করোনার টিকা সংগ্রহের পাশাপাশি দেশেও টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা অব্যাহত আছে।

প্রধানমন্ত্রীর কথার সূত্র ধরে সোমবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগস্ট থেকে তুরস্কের সঙ্গে সিনোফার্ম যৌথ উৎপাদনে যাচ্ছে। আমার সঙ্গে আলোচনার পর চীনের রাষ্ট্রদূত যৌথ উৎপাদনের খসড়া সমঝোতা স্মারক তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এই চুক্তি সইয়ের পর উৎপাদন শুরু করতে দুই মাস লাগতে পারে।’

গত ১ জুলাই থেকে সারা দেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published.

x