ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
রায়গন্জের হাটপাঙ্গাশি ব্রিজ পর্যন্ত এক কিলোমিটার যানজট
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিরাজগন্জের রায়গন্জের হাটপাঙ্গাশি কলেজ গেট থেকে হাটপাঙ্গাশি ব্রিজ পর্যন্ত সৃস্টি হয়েছে তীব্র যানজট।হাটপাঙ্গাশি বাজার পার হতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা।সড়কে নিয়ম না মেনে গাড়ি চালানো এবং বিকল্প কোনো সড়ক না থাকার কারণে যানজটের একটি বড় কারণ বলে মনে করেন এলাকার সচেতন মহল।

বাস,মাইক্রোবাস,ট্রাক,সিএনজি,ইজিবাইক,বিশেস করে চলতে দেখা গেছে প্রাইভেটকার ও মাইক্রোবাস।গতকাল রবিবার বেলা ২ টার পর যাত্রীদের ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে দেখা যায়।যানজট নিরোশনে  উপজেলা পুলিশ প্রসাশনের ভূমিকা ছিল অনেকটায় তৎপর।

x