বেশী দামে সার বিক্রি করায় ব্যাসায়ীকে জরিমানা
আঠাকুরগাওঁ সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ বাজারে সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সাথে নিয়ে এ অভিযানে সার ডিলার মেসার্স কৃষি সেবা ট্রেডার্স প্রোপাইটার মোঃ রুহুল আমিনকে বেশি দামে সার বিক্রি ও নিবন্ধন না থাকায় ১০ হাজার টাকা জরিমানা,মেসার্স লিসন এন্ড লিসন ট্রেডার্স প্রোপাইটার মোঃ লিসনকে বেশি দামে সার বিক্রি করায় ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও সার রাখার দায়ে মেসার্স আইয়ুব ট্রেডার্স প্রোপাইটার মোঃ আবু হাসনাতকে ৩ হাজার টাকা জরিমানা করে উপজেলা নির্বাহী অফিসার।
বেশি দামে সার বিক্রি করলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিক দেরকে জানান তিনি।
Leave a Reply