ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা
মোঃরিফাত ইসলাম, জেলা প্রতিনিধি ফরিদপুরঃ
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন  মোঃমিজান খান (৪২), পিং: মোঃ মমিন খান, সাং:হরিনবাড়িয়া, থানা: কালুখালী, জেলা: রাজবাড়ী।  জানা গেছে গত শুক্রবার   তিনি  ঘুমের ওষুধ খান এবং পরিবারের লোকজন তা জানতে পেরে ফরিদপুর সদর হসপিটালে  রাত ৮.০০ টায় তাকে ভর্তি করা হয়।
কর্তব্যরত ডাক্তার তাকে  আজ সময় সকাল ৬.৪৫ ঘটিকায় মৃত্যুবরণ ঘোষণা করেন।
x