কক্সবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোহাম্মদ আহসান (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শুক্রবার সকালে মহেশখালী উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে তিনটি বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ। এতে প্রায় ১৫ জন আহত হয়েছেন। নিহত স্কুল ছাত্র মোহাম্মদ আহসান ওই ইউনিয়নের তিতামাঝিপাড়া এলাকার বলে জানা গেছে।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ জানান, মাতারবাড়ি আজিজিয়া মাদরাসার দুইদিন ব্যাপী বার্ষিক সভা চলাকালে সড়কের পাশে ফেরিওয়ালা ও ব্যবসায়ীরা অবস্থান নেয়। মহেশখালী থেকে এক গ্যাস বেলুন ব্যবসায়ি সিলিন্ডার নিয়ে স্কুল মাঠের এক পাশে বেলুনে গ্যাস ঢুকিয়ে বিক্রি করছিল। সকালে হঠাৎ করে ওই সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে এক শিশুর মৃত্যু হয়। এসময় অন্তত ১৫জন গুরুতর আহত হয়।
আহতদের কক্সবাজার জেলা সদর ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।