গাইবান্ধার সুন্দরগঞ্জ লালন বাউল যুব সংঘের উদ্যোগে করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া ১’শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলু, তেল, লবণ, প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকালে পৌরসভার বিভিন্ন মহল্লায় বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন, সুুন্দরগঞ্জ লালন বাউল যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ লিটন শেখ, সাধারন সম্পাদক মুকুল খন্দকার, ইমাম আলীসহ সংগঠনের সদস্যারা।
সুবিধাভোগীদের সাথে কথা হলে তারা বলেন, করোনাকালীন সময় লকডাউনে আমাদের কাজ বন্ধ হয়ে গেছে ঘরে থাকা খাবারও শেষ হয়ে গেছে। টাকা ধার করে সংসার চালাতে আমাদের হিমসীম খেয়েছি। ছোট ছোট সন্তানদের ঠিক মতো খেতে দিতে পারছিনা। সরকারের দেয়া তেমন কোনো ত্রাণ এখনো পাইনি। তবে আজ লালন বাউল যুব সংঘ আমাদের বাড়ীতে এসে খাদ্যা সামগ্রী দিচ্ছে তা থেকে কয়েকদিন পেট ভরে খাবার পাবো। আমরা দোয়া করি সংগঠনের সকল সদস্যদের এরকম উদ্যোগ যেনো সবসময় নিতে পাড়ে এবং আল্লাহ যেনো তাদের হেফাজত করেন।
এসময় লালন বাউল যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, মোঃ লিটন শেখ বলেন, সরকার ঘোষিত লকডাউনে যে সকল কর্মহীন অসহায় পরিবারগুলোকে খুজে বের করে আমরা তাদের বাড়ীতে গিয়ে আমাদের নিজ অর্থায়নে প্রতিদিন ২০ টি পরিবারের বাড়ীতে গিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী দিতেছি । তবে সমাজের বিত্তশালী ব্যক্তিরা যদি আমাদের পাশে দাঁড়ান তাহলে আমরা আরো বেশি পরিবারকে খাদ্য সামগ্রী দিতে পারবো।