ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন
জামালপুর জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি
এ,এস,পলাশ,জামালপুর

জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ২৫ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলায় স্থায়ী নিবাসীর ১১ টি নমুনা পরীক্ষায় ৩ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ৮৫ টি নমুনা পরীক্ষায় ২৮ জন অর্থাৎ মোট ২৬০ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৫৬ জন (জামালপুর সদর- ১৩ জন, মেলান্দহ- ৪ জন, মাদারগঞ্জ- ৮ জন, ইসলামপুর- ৬ জন, সরিষাবাড়ী- ১২ জন, দেওয়ানগঞ্জ- ১ জন ও বকশীগঞ্জ- ১২ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।

সর্বমোট সংক্রমণ শনাক্ত ৪২৬৫ জন।

সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ

জামালপুর সদর- শ্রীপুর, দরিপাড়া ২ জন, ডাকপাড়া, বাগেরহাটা ৩ জন, হাজীপুর, চন্দ্রা, বানিয়া বাজার, পিলকূড়িয়া, মালগুদাম রোড় ও ফুলবাড়িয়া।

মেলান্দহ- বাগুরপাড়া ও মেলান্দহ ৩ জন।

মাদারগঞ্জ- গাবেরগ্রাম ২ জন, বালিজুড়ী ঘোষপাড়া, মোসলেমাবাদ, মাদারগঞ্জ ২ জন ও জুনাইল ২ জন।

ইসলামপুর- ইসলামপুর ৪ জন, আমবাড়িয়া ও টেংরাকূড়া।

সরিষাবাড়ী- আরামনগর, ইস্পাহানী, পিংনা, দৌলতপুর, বাউসী, কাজীপুর, তারাকান্দি, শিমলা বাজার, ধানাটা, সরিষাবাড়ী ২ জন ও প্রসাদপুর।

দেওয়ানগঞ্জ- রহিমপুর।

বকশীগঞ্জ- বাট্টাজোড়, খুশনুপাড়া ২ জন, সীমারপাড়, বকশীগঞ্জ ৩ জন, টাংগারীপাড়া ২ জন, নামাপাড়া, মিয়াপাড়া ও দক্ষিণ বাজার।

 

সর্বশেষ সুস্থ ৩৭ জন (জামালপুর সদর- ২৩ জন, মেলান্দহ- ২ জন, মাদারগঞ্জ- ১ জন, সরিষাবাড়ী- ৯ জন, দেওয়ানগঞ্জ- ১ জন ও বকশীগঞ্জ- ১ জন)।

সর্বমোট সুস্থ ৩৭১৭ জন।

 

সর্বশেষ মৃত্যু ১ জন (বকশীগঞ্জ উপজেলা)।

ঠিকানা- কলকিহারা, বকশীগঞ্জ, জামালপুর, লিঙ্গ- নারী, বয়স- ৬০ বছর, নমুনা সংগ্রহের তারিখ- ২৮/০৭/২০২১, নমুনা পরীক্ষার তারিখ- ২৮/০৭/২০২১, মৃত্যুর তারিখ- ২৯/০৭/২০২১ (হোম)।

সর্বমোট মৃত্যু ৮২ জন।

 

সর্বশেষ রেফার্ড ০ জন।

মোট রেফার্ড ৪১ জন।

 

সর্বশেষ নমুনা সংগ্রহ- ২৪৯ টি।

সর্বমোট নমুনা সংগ্রহ- ৩২১৯৪ টি।

4 responses to “জামালপুর জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি”

  1. … [Trackback]

    […] There you can find 97403 more Info to that Topic: doinikdak.com/news/41668 […]

  2. … [Trackback]

    […] Read More to that Topic: doinikdak.com/news/41668 […]

  3. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/41668 […]

  4. … [Trackback]

    […] Read More Info here to that Topic: doinikdak.com/news/41668 […]

Leave a Reply

Your email address will not be published.

x