ঢাকা, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
বরিশালে একদিনে আরও ২০ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বরিশাল বিভাগের ৬ জেলায় ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২০ জন মারা গেছেন। তাদের মধ্যে ১১ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা মারা গেছেন উপসর্গে।

এদিকে বরিশাল বিভাগে এই সময়ে আক্রান্ত হয়েছেন ৬৫৬ জন।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এই নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৫৩ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১২ জন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ২৬৫ জন, পটুয়াখালীতে ১৭৮ জন, ভোলায় ১১৩, পিরোজপুরে ২৪, বরগুনায় ২৮ এবং ঝালকাঠিতে ৪৮ জন। বরিশাল বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৮৪ জন।

এদিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ বেড বিশিষ্ট করোনা ইউনিটে বৃহস্পতিবার ৩০১ জন ভর্তি রয়েছেন, যার মধ্যে ১৩৩ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এই ইউনিটে ৫৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সর্বমোট ১০৫৫ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x